শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১৩:০৭, ১ জুন ২০২৪

প্রেমিকা খোঁজা সিঙ্গেল যুবককে সাড়া দিল দিল্লি পুলিশ 

প্রেমিকা খোঁজা সিঙ্গেল যুবককে সাড়া দিল দিল্লি পুলিশ 
সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একজন নিঃসঙ্গ যুবক প্রেমিকা খুঁজে দেয়ার জন্য দিল্লি পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন। নিজের নিঃসঙ্গতাকে বোঝাতে ইংরেজিতে ‘সিঙ্গেল’ লিখতে গিয়ে বানান ভুলে তিনি লিখেছেন ফেলেছেন ‘সিগন্যাল। 

ভারতের দিল্লির ওই যুবকের আবেদনে সাড়া দিয়েছে রাজ্য পুলিশ। যুবকের টুইটটি শেয়ার করে দিল্লি পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘স্যার, আমরা তাঁকে খুঁজে পেতে সাহায্য করতে পারি ঠিক তখনই যদি তিনি নিখোঁজ হন।

এক্সের ওই পোস্টে কিছুটা মজা করে যুবকের উদ্দেশ্যে দিল্লি পুলিশ লিখেছেন, আপনি যদি ‘সিগন্যাল’হন, তবে আমরা আশা করব আপনি লাল নয়, বরং সবুজ থাকুন! 

দিল্লি পুলিশের এমন সাড়া রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভাইরাল হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি পুলিশের ওই পোস্টটি পৌনে সাত লাখেরও বেশি ভিউ হয়েছে। পোস্টটির লাইক পরেছে ১৭ হাজারের বেশি এবং কমেন্ট পরেছে প্রায় আড়াই হাজার। 

দিল্লি পুলিশের ওই পোস্টে একজন ব্যক্তি মন্তব্য করেছেন, ‘সিঙ্গেলরা যে দুঃখী, এটা সত্য। তবে এর জন্য দিল্লি পুলিশের সাহায্য চাওয়া একটু বেশিই হয়ে গেছে। তারপরও অনুভূতি প্রকাশ করা গুরুত্বপূর্ণ। লোকটির জন্য শুভকামনা। তাকে বোঝার জন্য দিল্লি পুলিশকে ধন্যবাদ। 

আরেকজন লিখেছেন, যদি ব্যক্তিটি সিঙ্গেল না লিখে সিগন্যাল লিখে থাকেন, তবে তিনি অনেকের কাছেই এখন লাল আলো হয়ে গেছেন। 
মন্তব্যকারীদের বেশির ভাগই পোস্টটি নিয়ে হাস্যরসে মেতে উঠেছিলেন। অনেকেই আবার দিল্লি পুলিশের প্রশংসা করেছেন।

ই/শ

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়