রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১২:৪০, ৯ এপ্রিল ২০২৫

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সংগৃহীত

মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে। 

সোমবার (৭ এপ্রিল) ভোরে তানজুং মালিম থেকে লেম্বা বেরিংগিনগামী কেএম৪০৩ দক্ষিণমুখী এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনায় ওই বাংলাদেশি নিহত হন। এ দুর্ঘটনায় স্থানীয় চারজন আহত হয়েছেন।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক (অপারেশনস) আহমেদ মুখলিস মোখতার দুপুর ১.২৭ মিনিটে জরুরি কল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরের দিকে এ দুর্ঘটনায় একটি ট্রেলার ট্রাক, একটি তিন টনের লরি ও একটি টয়োটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

এক বিবৃতিতে আহমেদ মুখলিস মোখতার বলেন, ‘এ ঘটনায় ৩০ বছর বয়সী এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়, যিনি তিন টনের লরিটির সহকারী চালক ছিলেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।’

তিনি জানান, ১৮ থেকে ৫২ বছর বয়সী আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সুঙ্গাই বুলোহ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ কর্মকর্তা উল্লেখ করেন, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত শেষে দুর্ঘটনার কারণ জানা যাবে।

এদিকে, হুলু সেলাঙ্গরের ডেপুটি পুলিশ প্রধান ডিএসপি মোহাম্মদ আসরি মোহাম্মদ ইউনূস জানান, নিহত বাংলাদেশি মিতসুবিশি ফুসো লরি চালাচ্ছিলেন। তিনি স্লিম রিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ১০ মিনিটে মারা গেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, টয়োটা রাশের সঙ্গে ভুট্টা বোঝাই মিতসুবিশি ফুসো লরির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়, যেখানে এটির একটি স্ক্যানিয়া লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

টয়োটা রাশের ১৮ বছর বয়সী চালককেও চিকিৎসার জন্য স্লিম রিভার হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে টয়োটা রাশের ৫২ বছর বয়সী যাত্রী, স্ক্যানিয়া লরির ২৬ বছর বয়সী চালক এবং আরও দুইজন সামান্য আহত হয়েছেন।

মোহাম্মদ আসরি বলেন, ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার অধীনে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়