সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১:২৮, ৮ মার্চ ২০২৫

আজ থেকে বিসিএস চিকিৎসকদের কলম বিরতি

আজ থেকে বিসিএস চিকিৎসকদের কলম বিরতি
সংগৃহীত

পদোন্নত করার দাবিতে আজ শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা। টানা তিনদিন সকাল ১০টা থেকে দুই ঘণ্টা করে তাদের এই ‘কলম বিরতি’ কর্মসূচি চলবে।

চিকিৎকরা জানান, এর মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে ১১ মার্চ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন। কলম বিরতি কর্মসূচি চলাকালে রোগীদের সেবা প্রদান বন্ধ থাকবে, তবে জরুরি পরিষেবা অব্যাহত রাখবেন তারা।

গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম এই কর্মসূচি ঘোষণা করেছিল।

সংগঠনটির আহ্বায়ক মির্জা মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, কলম বিরতি কর্মসূচি চলবে। ৬০টি চিকিৎসক সমিতির সমর্থন আমাদের রয়েছে। সারা দেশে বিভিন্ন গ্রেডের প্রায় সাড়ে সাত হাজার চিকিৎসক পদোন্নতির অপেক্ষায় রয়েছেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়