ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতার পার্টি বাংলাদেশ’

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।
সংশ্লিষ্ট সূত্রটি জানায়, দলটির চেয়ারম্যান হতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ মহাসচিব এবং সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন।
এ কারণে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন গোলাম সারোয়ার। জাতীয় পার্টি থেকে নির্বাচন করা নুরুল কাদের সোহেল প্রথম যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেতে পারেন। এ ছাড়া জাতীয় পার্টির সাবেক এমপি শাহ মো. আবু জাফরসহ আরো সাতজন সাবেক এমপি, শিল্পপতি, সাবেক আমলা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবীরা দলটিতে যোগ দিতে পারেন। এ বিষয়ে গোলাম সারোয়ার মিলন বলেন, নতুন দলটির দুটি স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘জনতার পার্টি বাংলাদেশ, গড়ব মোরা ইনসাফের দেশ’ এবং ‘ইনসাফ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ’।