সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

বিনোদন ডেস্ক :

প্রকাশিত: ১৮:৩২, ১৮ মার্চ ২০২৫

ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতলেন জয়া আহসান!

ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতলেন জয়া আহসান!
সংগৃহীত

কলকাতায় সম্প্রতি অনুষ্ঠিত ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫-এ বাজিমাত করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। 

সোমবার (১৭ মার্চ) কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে ফ্যাশনের ঝলক দেখান তারকারা। অনুষ্ঠানে ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেন জয়া আহসান।

রেড কার্পেটে সানায়া চৌধুরীর ডিজাইন করা জলপাই রঙের সাইনি সিল্ক হাইস্লিট গাউন পরে নজর কাড়েন জয়া। তার অনন্য স্টাইল এবং অভিজ্ঞান উপস্থিতি এক মুহূর্তে সবার মনোযোগ আকর্ষণ করে।

পুরস্কারটি হাতে নিয়ে, সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিজের খুশি প্রকাশ করেন জয়া আহসান। তিনি লেখেন, “এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত। ফিল্মফেয়ারের পুরো টিমকে এই সম্মান জানিয়ে আমি কৃতজ্ঞ। ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রার একটি নতুন সংযোজন হয়ে থাকবে।”

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়