সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বিনোদন ডেস্ক :

প্রকাশিত: ১৯:২২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

অভিনেতা আজিজুর রহমান আজাদ গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি

অভিনেতা আজিজুর রহমান আজাদ গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি
সংগৃহীত

অভিনেতা আজিজুর রহমান আজাদ ডাকাতের হামলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে আশুলিয়ায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, রাতে দুজন অস্ত্রধারী ডাকাত বাসায় হামলা চালায়। সংঘর্ষের একপর্যায়ে আজাদকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, যার ফলে তার পায়ে তিনটি গুলি লাগে। চিৎকার শুনে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।

আজাদের ভগ্নিপতি ও নাট্যনির্মাতা তপু খান জানান, আহত অবস্থায় আজাদকে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার এমআরআই করা হয়েছে, এবং তিনি বর্তমানে কিছুটা ভালো আছেন। তবে গুলির আঘাতে তার পায়ের মাংসপেশি ছিঁড়ে গেছে। এ ঘটনায় আজাদের স্ত্রী ও মা-ও আঘাত পেয়েছেন। আশুলিয়া থানায় প্রাথমিক জিডি করা হয়েছে। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক জানান, দুর্বৃত্তরা রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং আজাদের দুই পায়ে গুলি চালায়। তার স্ত্রীকেও আহত করা হয়েছে। তবে বাসার কোনো জিনিসপত্র খোয়া যায়নি। 

পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে এবং তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

‘ক্যারেকটার আর্টিস্ট’ হিসেবে পরিচিত আজিজুর রহমান আজাদ বিভিন্ন নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। তাকে হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্টের মতো জনপ্রিয় কনটেন্ট ও ‘লিডার’ সিনেমায় দেখা গেছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়