বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

বিনোদন ডেস্ক :

প্রকাশিত: ১১:১৬, ১২ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসে জেমসের ওপেন কনসার্ট

বিজয় দিবসে জেমসের ওপেন কনসার্ট
সংগৃহীত

বাংলাদেশে মহান বিজয় দিবস উপলক্ষে ওপেন কনসার্টে পারফর্ম করবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই কনসার্টের ঘোষণা দেওয়া হয়।

জানা যায়, ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত হবে এই কনসার্ট। সেখানে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো হবে। এছাড়াও ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি প্রত্যাশাও করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

জেমসের মঞ্চে ওঠা প্রসঙ্গে গণমাধ্যমকে রবিন ঠাকুর বলেন, অনেক দিন পর দেশের কোনো ওপেন কনসার্টে পারফর্ম করবেন জেমস ভাই। এই মাসেই দেশের বেশ কয়েকটি কনসার্টে গাইবেন তিনি। বিজয় দিবসের কনসার্টের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়