শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

বিনোদন ডেস্ক :

প্রকাশিত: ১২:২৪, ১৪ জুন ২০২৪

অভিনেত্রী সুনেত্রা মারা গেছেন 

অভিনেত্রী সুনেত্রা মারা গেছেন 
সুনেত্রা

আশি নব্বই দশকে ঢালিউডে তুমুল জনপ্রিয়তা অভিনেত্রী সুনেত্রা মারা গেছেন।

জানা যায়, কলকাতার এই অভিনেত্রী বাংলাদেশের চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন অনেক আগে। তবে অনুরাগীদের মনে ঠিকই জায়গা ছিল তার। মাঝে মাঝেই তারা জানতে চাইতেন এই অভিনেত্রীর কথা। তাদের জন্য মন খারাপ করা খবর, সুনেত্রা আর নেই। গত ২৩ এপ্রিল কলকাতায় মারা গেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন জায়েদ খান।

নিজের ফেসবুকে জায়েদ লিখেছেন, ‘সুনেত্রা অনেকদিন বাংলাদেশ ছেড়ে কলকাতায়। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজ (১৩ জুন) হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। নীরবে নিভৃতে চলে গেলেন। এভাবেই হারিয়ে যায় মানুষ, চলে যায়।’

জানা যায়, ১৯৭০ সালের ৭ জুলাই কলকাতায় জন্ম অভিনেত্রী সুনেত্রার। তার মূল নাম রীনা সুনেত্রা কুমার। থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। বাংলাদেশি পরিচালক মমতাজ আলী ঢাকাই সিনেমায় নিয়ে আসেন তাকে। ১৯৮৫ সালে ‘উসিলা’ সিনেমায় প্রথম দেখা যায় তাকে। ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘পালকি’ সিনেমার মাধ্যমে দর্শকমহলে পরিচিতি লাভ করেন সুনেত্রা।

সুনেত্রা অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য―বোনের মতো বোন, যোগাযোগ, ভুল বিচার, সাজানো বাগান, রাজা মিস্ত্রী, ঘর ভাঙ্গা ঘর, কুচবরণ কন্যা মেঘবরণ কেশ, শুকতারা, সুখের স্বপ্ন, রাজা জনি, বাদশা ভাই, ছোবল, ভাই আমার ভাই ইত্যাদি।

জনপ্রিয়