বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ১৭:৪৭, ২৪ এপ্রিল ২০২৫

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্র

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্র
সংগৃহীত

জিএসটি গুচ্ছভুক্ত  বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা গ্রহণে সম্পূর্ণরূপে প্রস্তুত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘সি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি কার্যক্রম।

বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস. এম. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় উপাচার্যের কনফারেন্স কক্ষে।

সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় ও দপ্তরপ্রধানরা।

সভায় গঠিত বিভিন্ন উপ-কমিটির সভাপতি ও সদস্য-সচিবরা তাদের প্রস্তুতি কার্যক্রম তুলে ধরেন। ভর্তি পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। যানজট নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। এছাড়া ময়মনসিংহ ও ভালুকা অঞ্চল থেকে আগত পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে থাকবে পর্যাপ্ত সংখ্যক বাস—যা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।

উপাচার্য সকল প্রস্তুতির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ভর্তি পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সভা শেষে তিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

 

উল্লেখ্য, ২ মে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ৯ মে একই সময়ে অনুষ্ঠিত হবে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা। পাশাপাশি ওইদিন বিকেল ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে আর্কিটেকচারের ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে। মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী পছন্দের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে পারবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের আসন সংখ্যার ভিত্তিতে আলাদা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।