ছয় দফা দাবিতে সাতরাস্তা অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীরা

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিকসহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা পুরো সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি)-এর শিক্ষার্থী।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, “সকাল দশটায় শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত ছয় দফা দাবিতে আবারও সড়ক অবরোধ করেছে। তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে রাস্তা থেকে সরে যেতে বোঝানোর চেষ্টা চলছে। তবে তারা জানিয়েছে, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বে না। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. অবৈধ নিয়োগ ও প্রমোশন বাতিল:
- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল।
- হাইকোর্টের রায়ে বাতিল হওয়া অবৈধ পদোন্নতি বাস্তবায়ন।
- ২০২১ সালে রাতের আঁধারে দেওয়া নিয়োগ বাতিল ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুতি।
২. কারিকুলাম উন্নয়ন ও ইংরেজি মাধ্যম চালু:
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল।
- উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু।
- ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম।
৩. ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত:
- ১০ম গ্রেডের সমমানের পদের জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত কোটা বজায় রাখা।
- এ নিয়ম লঙ্ঘন করে নিচু পদে নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।
৪. কারিগরি পদে যোগ্য জনবল নিয়োগ:
- কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ।
- পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, অধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ।
- সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি।
৫. আলাদা মন্ত্রণালয় ও সংস্কার কমিশন:
- স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা।
- ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন।
৬. উচ্চশিক্ষার সুযোগ ও নতুন বিশ্ববিদ্যালয়:
- উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
- নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক ও মনোটেকনিক পাস শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস চালু।
- আগামী শিক্ষাবর্ষ থেকে শতভাগ আসনে ভর্তি নিশ্চিত করা।