মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ১৪:১৫, ১৩ এপ্রিল ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী বর্ষবরণ উৎসব

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী বর্ষবরণ উৎসব
সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ ঘিরে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের। “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”—এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করেছে দুদিনব্যাপী নানা অনুষ্ঠানের।

রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় ঘুড়ি উৎসবের মাধ্যমে শুরু হবে উৎসবের প্রথম দিনের কার্যক্রম। সন্ধ্যা ৬:৪৫ টায় ফানুস উড়ানোর মধ্য দিয়ে শেষ হবে দিনের আয়োজন। পরদিন ১৪ এপ্রিল (১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ) অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠানমালা।

পহেলা বৈশাখের দিন সকাল ১০:৩০ টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে দিনব্যাপী আয়োজন। সকাল ১১:৩০ টায় উদ্বোধন করা হবে বৈশাখী মেলা এবং দুপুর ১২টায় শুরু হবে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে লোকগান ও লোকনৃত্য এবং রাত ৮:৩০ টায় মঞ্চস্থ হবে যাত্রাপালা।

উৎসবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

উদ্যাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), এবং সদস্য-সচিব হিসেবে রয়েছেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মণ। তাদের নেতৃত্বে প্রস্তুতি চলছে উৎসবমুখর আয়োজনের।

চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মণ জানান, আমাদের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। যদিও শোভাযাত্রার আয়োজন নিয়ে কিছুটা চাপ রয়েছে, তবে আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই সবকিছু সম্পন্ন করা যাবে। পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা শেষে থাকছে মুড়ি-বাতাসার আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানটি “গাহি সাম্যের গান” মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি বিভাগ তাদের নিজস্ব পরিবেশনার মাধ্যমে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও চৈত্রসংক্রান্তি উপলক্ষে আয়োজিত ঘুড়ি উৎসব ও ফানুস উৎসবের মাধ্যমে উৎসবের রঙ ছড়াবে আকাশ জুড়ে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীদের পরিবারসহ এই আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

জনপ্রিয়