বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ১১:৫৭, ২০ মার্চ ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় গবেষণা মেলা

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় গবেষণা মেলা
সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের উদ্যোগে আগামী ৬ মে, ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গবেষণা মেলা-২০২৫। 
শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে এবারের গবেষণা মেলায় প্রথমবারের মতো "Research Idea Competition" চালু করা হয়েছে। 

বুধবার (১৯ মার্চ) কেন্দ্রের পরিচালক ও গবেষণা মেলা-২০২৫-এর আহ্বায়ক ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয় যে , প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের নির্ধারিত ফরমে গবেষণা আইডিয়া প্রস্তাব প্রস্তুত করে সেটির তিন কপি প্রিন্টেড সংস্করণ এবং একটি সফট কপি আগামী ১৫ এপ্রিল, ২০২৫ এর মধ্যে [email protected] ঠিকানায় পাঠাতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র জানিয়েছে, প্রতিযোগিতায় জমা দেওয়া প্রতিটি গবেষণা প্রস্তাবের Plagiarism Check করা হবে। যদি কোনো প্রস্তাবনায় ২০%-এর বেশি সাদৃশ্য পাওয়া যায়, তবে সেটি বাতিল বলে গণ্য হবে। নির্বাচিত গবেষণা প্রস্তাবনাগুলো গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের নিজস্ব অর্থায়নে নির্ধারিত ফরম্যাট অনুসারে মেলায় পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করতে হবে।

প্রতিযোগিতায় প্রতিটি অনুষদ থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। পুরস্কারের জন্য মনোনয়নের ক্ষেত্রে মূল্যায়নকারীদের প্রতিবেদনের ভিত্তিতে গঠিত বিশেষ কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

জনপ্রিয়