শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

গোবিপ্রবি প্রতিনিধি :

প্রকাশিত: ১২:১২, ১৫ মার্চ ২০২৫

গোবিপ্রবিতে ছাত্রদলের ৫৪ সদস্যের আংশিক কমিটি গঠন

গোবিপ্রবিতে ছাত্রদলের ৫৪ সদস্যের আংশিক কমিটি গঠন
সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখা ছাত্রদলের প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সদস্যদের ভোটে সভাপতি হিসেবে দুর্জয় শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে  আমিনুল ইসলাম বিদ্যুৎ নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (১৪ মার্চ) রাতে ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম বিদ্যুৎ এর নাম ঘোষণা করা হয়েছে। 
 
৫৪ সদস্য বিশিষ্ট এ কমিটিতে একজন সিনিয়র সহ- সভাপতি, ১৯ জন সহ-সভাপতি, একজন সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক, ২৫ জন যুগ্ম- সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও একজন সহ-দপ্তর সম্পাদক এবং একজন প্রচার সম্পাদক ও একজন সহ- প্রচার সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি দিনব্যাপী নির্বাচনের মাধ্যমে ২৪৫ জন সদস্যর প্রত্যক্ষ ভোটে  সর্বোচ্চ ৮০ ভোট পেয়ে সভাপতি হিসেবে দুর্জয় শুভ নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক হিসেবে  আমিনুল ইসলাম বিদ্যুৎ ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে ফারুখ খন্দকার ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়