৩ দফা দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টা কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলামকে অসম্মান, হেয়প্রতিপন্ন ও মানহানির অভিযোগ এনে প্রশাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন।
একইসঙ্গে তদন্ত ব্যতীত অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদে তারা ৩ দফা দাবি উত্থাপন করেছেন।শিক্ষার্থীদের উত্থাপিত ৩ দফা দাবি হলো—
বিদ্রোহী হলের প্রভোস্টের সম্মানহানির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। তদন্ত ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক স্যারের বিরুদ্ধে নেওয়া অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা। সংশ্লিষ্ট অনলাইন পেজ ও গ্রুপ, যারা শিক্ষার্থীদের উসকে দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষার্থীরা হুঁশিয়ারি জানিয়েছেন, আগামী ১৬ই মার্চের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
প্রসঙ্গত, বুধবার (১২ মার্চ) স্নাতকোত্তর শেষ হওয়ার পূর্বেই হলের সিট বাতিল এবং শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে হল প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলামের পদত্যাগসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরবর্তী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।