মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ১৯:১২, ১০ মার্চ ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে ফ্রি আইএলটিএস

নজরুল বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে ফ্রি আইএলটিএস
সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিনামূল্যে আইইএলটিএস প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। 

সোমবার (১০ মার্চ) তিন মাসব্যাপী এ প্রশিক্ষণের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়।

জানা যায়, বিভাগের উদ্যোগে আয়োজিত এ কোর্সে ৪০টি ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা আইইএলটিএস-এর চারটি মডিউল সম্পর্কে গভীর ধারণা লাভ করবে। কোর্স শেষে বিভাগের ল্যাবে মক টেস্টের সুযোগ থাকায় শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা মূল্যায়ন ও মূল পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। শিক্ষার্থীদের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় বিভাগটির প্রশংসা করছেন অনেকে।

মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাভেল খান বলেন, আমাদের ইংরেজি ভাষায় দুর্বলতা রয়েছে। আইইএলটিএস কোর্সটি বাইরে করতে গেলে সময় ও খরচ দুই-ই বেশি। কিন্তু আমাদের বিভাগ এটি বিনামূল্যে দিচ্ছে, যা আমাদের জন্য অনেক বড় সুযোগ। এজন্য বিভাগকে অসংখ্য ধন্যবাদ।

২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঋতু সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো বিনামূল্যে আইইএলটিএস প্রশিক্ষণ চালু হয়েছে। আমাদের একাডেমিক ও চাকরিক্ষেত্রে ইংরেজির দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাগীয় প্রধান রফিকুল আমিন স্যার ও প্রশিক্ষক হিমেল ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি উদ্যোগ বাস্তবায়নের জন্য।

প্রশিক্ষক অনিল ইসলাম হিমেল বলেন, নিজ বিভাগের শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারাটা সত্যিই আনন্দের। বিভাগীয় প্রধান স্যার দীর্ঘদিন ধরে প্রশিক্ষণটি চালুর পরিকল্পনা করছিলেন। আমি ঢাকায় একটি আইইএলটিএস পরীক্ষাকেন্দ্রে ফুল-টাইম প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলাম। শিক্ষার্থীদের আগ্রহ ও বিভাগের উদ্যোগের ফলে অবশেষে এটি বাস্তবায়ন সম্ভব হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আশরাফুল আলম বলেন, আইইএলটিএস টেস্ট উচ্চশিক্ষা ও পেশাগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের এ উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীরা যদি সুযোগটি যথাযথভাবে কাজে লাগায়, তবে এটি তাদের একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিভাগীয় প্রধান ড. রফিকুল আমিন বলেন, শুধুমাত্র একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আমাদের এ প্রয়াস। ইতোমধ্যে বিভাগে একটি ল্যাব স্থাপন করা হয়েছে, যেখানে ভবিষ্যতে ডাটা সাইন্স, ডাটা অ্যানালাইসিস টুল ও অন্যান্য বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তোলা।

জনপ্রিয়