সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ১৪:১৮, ১ মার্চ ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু স্কয়ার ও দুটি হলের নতুন নামকরণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু স্কয়ার ও দুটি হলের  নতুন নামকরণ
সংগৃহীত

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুটি আবাসিক হল ও বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' হলের নাম পরিবর্তন করে 'বিদ্রোহী' হল এবং ছাত্রীদের 'বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব' হলের নাম পরিবর্তন করে 'শিউলিমালা' হল রাখা হয়েছে। পাশাপাশি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সংবলিত 'বঙ্গবন্ধু স্কয়ার' এর নাম পরিবর্তন করে 'জুলাই-২৪ স্কয়ার' করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

এ বিষয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. রাতুল বলেন, হল দুটির নাম পরিবর্তন আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইছিলেন, আবাসিক হলগুলোর নাম এমন কিছু হোক, যা আমাদের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। প্রশাসনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।

উল্লেখ্য, গত ৫ আগস্টের ঘটনাপ্রবাহের পর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ হল দুটির নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। তারা প্রস্তাব করেন, কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের নামে হল দুটির নামকরণ করা হোক। তাদের প্রস্তাব অনুযায়ী 'বিদ্রোহী' কবিতা ও 'শিউলিমালা' গল্পগ্রন্থের নামে হল দুটির নতুন নামকরণ করা হয়েছে।

জনপ্রিয়