নজরুল বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবে নতুন নেতৃত্ব

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) "রিক্রুটমেন্ট ২.০" শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যদের অন্তর্ভুক্তি এবং নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
বিজনেস ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নূর ই ইব্রাহিম আহমেদ (ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ২০১৯-২০) এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফাহিম মুনতাসির (হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ২০২০-২১)।
নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন জয়ন্ত ধর (সিনিয়র সহ-সভাপতি), সাইদুল আযম খান রাফি (সহ-সভাপতি), মো. সামস্ সিয়াম সবুজ (সহ-সাধারণ সম্পাদক), সানিয়া আক্তার (সাংগঠনিক সম্পাদক) এবং সাফিন আহমদ (কোষাধ্যক্ষ)।
নবগঠিত কমিটির সভাপতি নূর ই ইব্রাহিম আহমেদ বলেন, বিজনেস ক্লাবের মূল লক্ষ্য শিক্ষার্থীদের ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। আমরা আরও বেশি বিজনেস কেস স্টাডি, মার্কেট অ্যানালাইসিস এবং ইন্ডাস্ট্রি ফোকাসড ইভেন্ট আয়োজন করব, যাতে শিক্ষার্থীরা বাস্তব ব্যবসায়িক সমস্যাগুলোর সমাধানে পারদর্শী হতে পারে।
সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির বলেন, ব্যবসার জগতে সফল হতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। আমাদের কার্যক্রমের মধ্যে থাকবে কর্পোরেট লিডারশিপ, এন্টারপ্রেনিউরশিপ এবং ইনভেস্টমেন্ট রিলেটেড ইভেন্ট, যা সদস্যদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করবে।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব ২১ জুন ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং শুরু থেকেই শিক্ষার্থীদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।