রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ২১:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হচ্ছে ‘ডান্স ফেস্ট-২০২৫’

নজরুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হচ্ছে ‘ডান্স ফেস্ট-২০২৫’
সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ডান্স ফেস্ট-২০২৫ সিজন ২.০’। আগামীকাল ২৩ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ‘জয়ধ্বনি মঞ্চে’ জমকালো এই উৎসব অনুষ্ঠিত হবে, যেখানে দেশ-বিদেশের খ্যাতিমান নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করবেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আয়োজনে বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয় এবং ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের নৃত্যশিল্পীরা অংশ নিচ্ছেন। উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে রয়েছেন উম্মে হাবিবা (হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়, ভারত), তন্নি সরকার (ঢাকা বিশ্ববিদ্যালয়), অন্তর দে (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি নৃত্য দল।

এই আয়োজনে কো-স্পনসর হিসেবে থাকছে স্কিনো, আর ফুড স্পনসর হিসেবে থাকছে বৈতালি। প্রতিবারের মতো এবারও নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব দর্শকদের জন্য ব্যতিক্রমী পরিবেশনা উপহার দিতে প্রস্তুত। এবারের উৎসবে লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, আধুনিক নৃত্য এবং আদিবাসী নৃত্যের অনবদ্য সমন্বয় দেখা যাবে।

ডান্স ক্লাবের সভাপতি কৃষ্ণেন্দু কর্মকার বলেন, ডান্স ক্লাব সবসময় নতুনত্ব আনতে চায়। এবারের আয়োজনে আমরা লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, আধুনিক ঘরানার নৃত্য এবং আদিবাসী নৃত্যের অনবদ্য সমন্বয় করছি। আমাদের লক্ষ্য এই ‘ডান্স ফেস্ট’-কে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া।

২০২০ সালের ৩ ফেব্রুয়ারি নৃত্যপ্রেমী শিক্ষার্থীদের উদ্যোগে নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব প্রতিষ্ঠিত হয়। ২০২৩ সালের ১৬ মে ক্লাবটি প্রথমবারের মতো ‘ডান্স ফেস্ট’ আয়োজন করে, যা ব্যাপক প্রশংসিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে মৌলিক নৃত্য পরিবেশন করে ইতোমধ্যেই পরিচিতি অর্জন করেছে ক্লাবটি।

সর্বশেষ

জনপ্রিয়