রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ১৯:৫২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

প্রেমঘটিত দ্বন্দ্বে

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী প্রেমঘটিত কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চারুদ্বীপ এলাকার এক মেসে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই শিক্ষার্থী ফোকলোর বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পপুলেশন সায়েন্স বিভাগের একই শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমঘটিত বিরোধ নিয়ে ভিডিও কলে কথা বলছিলেন ওই ছাত্রী। কথা বলার একপর্যায়ে প্রেমিককে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ছেলের চিৎকারে অগ্নিবীণা হলের অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করেন।

পরবর্তীতে আহত অবস্থায় তাকে প্রথমে ত্রিশাল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় প্রেমিকার অবস্থা দেখে ওই শিক্ষার্থীও একাধিকবার হল থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে আশপাশের শিক্ষার্থীরা তাকে নিবৃত্ত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ত্রিশাল মেডিকেল সেন্টারে নেওয়ার পর চিকিৎসক তাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তাকে দুই দিনের পর্যবেক্ষণে রাখা হবে।

সর্বশেষ

জনপ্রিয়