রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ২১:০৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদ ক্রিকেটের শিরোপা আইন অনুষদের হাতে

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদ ক্রিকেটের শিরোপা আইন অনুষদের হাতে
সংগৃহীত


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪ (ছাত্র ও ছাত্রী) এর ফাইনালে আইন অনুষদ ৭ উইকেটে সামাজিক বিজ্ঞান অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

খেলা শেষে বিজয়ী আইন অনুষদ ও রানার্সআপ সামাজিক বিজ্ঞান অনুষদের হাতে ট্রফি তুলে দেন উপাচার্য। একই সময়ে ছাত্রীদের প্রতিযোগিতায়ও আইন অনুষদ চ্যাম্পিয়ন হয়।

আইন অনুষদের এই সাফল্যে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। যদিও অনুষদটিতে শুধুমাত্র একটি বিভাগ রয়েছে, তবে ক্রীড়াক্ষেত্রে তারা বরাবরই ভালো ফলাফল করে আসছে। এর আগে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রানার্সআপ হয়েছিল এই অনুষদ।

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃঅনুষদ (ছাত্র ও ছাত্রী) ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী সেই বছরের ১৩ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কলা অনুষদ ও আইন অনুষদের মধ্যকার ম্যাচে রানরেট সংক্রান্ত জটিলতার কারণে প্রতিযোগিতা স্থগিত হয়ে যায়। এক বছর পর, ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি পুনরায় ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং আইন অনুষদ শিরোপা জয়ের গৌরব অর্জন করে।

সর্বশেষ

জনপ্রিয়