রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

প্রকাশিত: ১৮:০৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫

বশেমুরবিপ্রবিসাস এর ১১ বছরে পদার্পণ

বশেমুরবিপ্রবিসাস এর ১১ বছরে পদার্পণ
সংগৃহীত

কেক কাটা, র‌্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস) এর ১০ম প্রতিষ্ঠাবাৰ্ষিকী উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্য অধ্যাপক  ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসানের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায়  প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে সকলের উপস্থিতিতে কেক কাটেন সংগঠনের সদস্যরা।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক মো বদরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, সভাপতি, শিক্ষক, কর্মকর্তা এবং সমন্বয়ক সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সমিতির সভাপতি শাহ মোঃ জহরুল ইসলাম বলেন " সত্য ও ন্যায়ের পথে চলার স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এবং বিশ্ববিদ্যালয়ের সকল অর্জন ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সাংবাদিক সমিতি। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার কারণে বারবার বাঁধার সমক্ষীণ হয়েছে। "

তিনি আরও বলেন, " সকল বাঁধাকে মোকাবিলা করে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। আমাদের এই অগ্রযাত্রার ১০ বছর পূর্ণ করে ১১তম বর্ষে পদার্পণ করেছে। সমিতির এই অর্জনের মাহেন্দ্রক্ষণে বশেমুরবিপ্রবি পরিবারের সবাইকে সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। সবার কাছে দোয়া চাই, আগামীতে আমরা যেন বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ভালো কাজ করতে পারি।"

উপ-উপাচার্য অধ্যাপক ড.  মোঃ সোহেল হাসান বলেন, "সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তোমাদের সবাইকে শুভকামনা রইলো। তোমরা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে এই আশাকরি। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখবে এই আশা করি। ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক।"

উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন," তোমাদের সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা রইলো। তোমরা বিশ্ববিদ্যালয়ের পজেটিভ দিক গুলো তুলে ধরবা। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে এই আশা করি। "

উল্লেখ্য, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে ক্যাম্পাস সাংবাদিকতায় অগ্রগণ্য ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।

সর্বশেষ

জনপ্রিয়