রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ১১:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক_কর্মচারীদের রাজনৈতিক নিষেধাজ্ঞা

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক_কর্মচারীদের রাজনৈতিক নিষেধাজ্ঞা
সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক সংগঠনের সদস্য হওয়া বা দলীয় রাজনীতিতে সম্পৃক্ততা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। অফিস আদেশে জানানো হয়, ২০০৬ সালের বিশ্ববিদ্যালয় আইন ৪৩(৪) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না।

এছাড়াও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ৮৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সকলকে এই আইন মেনে চলতে হবে এবং দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি পরিহার করে চলতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়