বুধবার ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ০৯:৪৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫

প্রথমবার নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের প্রকাশনা কার্যক্রম

প্রথমবার নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের প্রকাশনা কার্যক্রম
সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রথমবারের মতো প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে শুরু হয়েছে "প্রকাশনা উৎসব ২০২৫"। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই উৎসব  সকালে উদ্বোধন করা হয়, যা চলবে দুই দিনব্যাপী।
উৎসবে শিবিরের বিভিন্ন প্রকাশনা, ক্যালেন্ডার, ইসলামি বই ও তথ্যবহুল ডায়েরি প্রদর্শন করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে এসব প্রকাশনা নিয়ে আগ্রহ দেখা গেছে।

ঘুরতে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে একজন অভিব্যক্তি প্রকাশ করে বলেন, প্রকাশনা উৎসবে এসে ভালো লাগছে। এখানে জুলাই বিপ্লবের তথ্যসমৃদ্ধ ক্যালেন্ডার, ডায়েরি, ও বিভিন্ন ইসলামি বই রয়েছে। আশা করছি, আগামীতেও এমন উৎসব আয়োজন হবে।

প্রকাশনা উৎসবের অন্যতম সংগঠক ও শিবিরকর্মী অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী সাদ কবির বলেন, গত ১৫ বছরের ফ্যাসিস্ট আমলে আমরা প্রকাশ্যে কোন কাজ করতে পারি নি। তাই  ছাত্রশিবিরের প্রকাশনা কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যেন আমাদের সংগঠন সম্পর্কে জানতে পারে। ছাত্ররাজনীতির গণ্ডির বাইরেও শিবির যে একটি ব্যতিক্রমধর্মী সংগঠন, সেটি উপস্থাপন করাই আমাদের লক্ষ্য। এখানে আমাদের সিলেবাস, বইসহ,  বিভিন্ন প্রকাশনা, ডায়েরি, ক্যালেন্ডার ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, নজরুল বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথমবারের মতো ছাত্রশিবিরের প্রকাশ্য আয়োজন হলেও বিশ্ববিদ্যালয় শাখার কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

জনপ্রিয়