বশেমুরবিপ্রবিতে বসন্তের আগমনী বার্তা

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। কালের আবর্তনে প্রতিটি ঋতুই তার স্ব-ম বৈশিষ্ট্য নিয়ে প্রকৃতির বুকে হাজির হয়। ঋতুর পরিক্রমায় এখন চলছে শীতকাল। মাঘের শেষে কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশায় চারদিক আচ্ছাতিত। প্রচন্ড শুষ্কতা আর রুক্ষতা প্রকৃতিতে। শুধু সজীব-সতেজ হয়ে প্রকৃতিতে ফুটে আছে বাহারি ফুল। যেন বসন্তের আগমনী বার্তা নিয়ে এসেছে তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর আঙিনাতেও এই দৃশ্য চলমান। হরেক রকমের বাহারি ফুলের সমরোহ। বশেমুরবিপ্রবি ক্যাম্পাসের দৃষ্টিনন্দন স্থাপনাগুলোতে ফুলের সমারোহ দেখে প্রকৃতি প্রেমীদের যেন চোখ ফেরানো দায়!
বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে হরেক রকমের ফুলের বাগান। বাগানে থরে থরে ফুটে আছে গাঁদা, রক্ত গাঁদা, পলাশ, গোলাপ, মোরগ ঝুঁটিসহ হরেক রকম প্রজাতির ফুল। বিশেষ করে লাইব্রেরীর সামনে, হল চত্বর, এবং জয় বাংলা চত্বর থেকে মেইন গেট পর্যন্ত ফুলে ফুলে ভরে উঠেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল প্রাঙ্গন, উপাচার্য বাসভবনেও হরেক রকম জাতের ফুল তাদের সৌরভে মাতিয়ে রেখেছে। নজরকাড়া, নয়নাভিরাম সে সৌন্দর্য,যা শিক্ষার্থীদের মুগ্ধ করে।
এ বিষয়ে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ রিফাত ইসলাম বলেন, ক্যাম্পাসে লাগানো ফুল গাছগুলোতে ফুল ফুটেছে, যা চারপাশের পরিবেশকে আরও মনোরম করে তুলেছে। রঙিন ফুলের সৌন্দর্যে ক্যাম্পাস যেন নতুন প্রাণ পেয়েছে। সকালবেলা হেঁটে গেলে মিষ্টি ফুলের ঘ্রাণ মন ভরে দেয়। পড়াশোনার চাপের মাঝে এমন মনোরম দৃশ্য প্রশান্তি এনে দেয়। প্রকৃতির এই শোভা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী। এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসকে আরও সবুজ ও প্রাণবন্ত করে তুলবে। প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকুক।