নজরুল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজার বর্ণাঢ্য আয়োজন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরের মতো এবারও সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে মোট ১৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. তপন কুমার সরকার পূজার সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানান। তিনি বলেন, পূজার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাজসজ্জা ও আনুষঙ্গিক কাজ শেষ পর্যায়ে রয়েছে। নিরাপত্তার বিষয়ে প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা দিয়েছে।
৩ ফেব্রুয়ারি সকাল ৮:০০টায় পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজার অংশ হিসেবে ধারাবাহিকভাবে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সংগীত, আরতি প্রতিযোগিতা এবং শেষে পুরস্কার বিতরণ করা হবে। ৪ ফেব্রুয়ারি দুপুর ২:৩০টায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার কার্যক্রম সম্পন্ন হবে।
পূজা উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি সকাল ৭:১৫টায় ময়মনসিংহ টাউনহল থেকে এবং সকাল ৭:৪০টায় ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে বাস ছেড়ে বিশ্ববিদ্যালয়ে আসবে। পূজা শেষে দুপুর ২:০০টায় ফেরার বাস বিশ্ববিদ্যালয় থেকে ছাড়বে এবং বিকাল ৫:০০টায় ময়মনসিংহ টাউনহল ও ৫:৩০টায় ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে বাস পুনরায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেবে। ৪ ফেব্রুয়ারি দুপুর ২:৩০টায় প্রতিমা বিসর্জনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বাস ছেড়ে যাবে এবং বিসর্জন শেষে ময়মনসিংহ টাউনহল হয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে।