সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

প্রকাশিত: ২১:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২৫

বশেমুরবিপ্রবি প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের দীর্ঘদিনের কষ্ট লাঘ

বশেমুরবিপ্রবি প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের দীর্ঘদিনের কষ্ট লাঘ
সংগৃহীত

চর পাথালিয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াতের কষ্ট লাঘবের জন্য গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর প্রক্টর অফিসের উদ্যোগে ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় লেক পাড় থেকে খালের উপর সাঁকো নির্মাণ করা হয়েছে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সাঁকো নির্মাণ যজ্ঞ শুরু করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজারেরও বেশি শিক্ষার্থী  চর পাথালিয়ায়  মেসে থাকে সেখানে শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান সমস্যা ছিল খাল পার হওয়া। যেখানে বর্ষা মৌসুমে খাল পার হতে বিভিন্ন সমস্যা দেখা দিত। অনেক সময় শিক্ষার্থীরা দুর্ঘটনার স্বীকার হত। এই সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা একটি সাঁকো নির্মাণের  দাবি জানিয়ে আসছিল। শিক্ষার্থীদের দাবির অংশ হিসেবে প্রশাসনের এই উদ্যোগ। 

সাঁকো নির্মাণ করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ফুড ইঞ্জিনিয়ারিং  বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  রাকিবুল হক ইমন বলেন,"চরপাথালিয়া থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে একটি সাঁকো নির্মাণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। পূর্বে একটি  বাঁশের সাঁকো থাকলেও বর্তমানে তা চলাচলের অনুপযোগী।

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ উদ্যোগ গ্রহনের জন্য  ধন্যবাদ জানান এবং আশা ব্যক্ত করেন খুব শীঘ্রই একটি স্থায়ী সেতু নির্মাণের।"

বশেমুরবিপ্রবি প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব বলেন," কিছু দিন পূর্বে কয়েকজন শিক্ষার্থী চর পাথালিয়া যাওয়ার সাঁকো পুনর্নির্মাণপর জন্য দাবি জানান। শিক্ষার্থীদের বক্তব্য শুনে আমি এবং মাননীয় উপাচার্য স্যার সহ কয়েকজন পুরাতন সাঁকো দেখতে যায়। উপাচার্য স্যার পুরাতন সাঁকো দেখে নতুন করে সাঁকো নির্মাণের জন্য নির্দেশনা দেন। স্যারের নির্দেশনায় আমরা সাঁকো নির্মাণের কাজ শুরু করি।"

তিনি আরও বলেন, "নিরাপত্তার অংশ হিসেবে সাঁকোর কাছে আমরা একজন গার্ড দিব। যেন কেউ মোটর সাইকেল সাঁকোর উপরে না উঠে এবং বহিরাগতরা অবাধে প্রবেশ করতে না পারে। "

জনপ্রিয়