সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ১২:০৫, ২ ফেব্রুয়ারি ২০২৫

শপথ গ্রহণের মাধ্যমে যাত্রা শুরু করলো লিও ক্লাব

শপথ গ্রহণের মাধ্যমে যাত্রা শুরু করলো লিও ক্লাব
সংগৃহীত

শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো লিও ক্লাব অব জেকে কে এন আই ইউ। লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ-এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই যুব সংগঠনটি তরুণদের নেতৃত্ব বিকাশ, কমিউনিটি সার্ভিস ও ব্যক্তিগত উন্নয়নের সুযোগ প্রদান করে। লিও ক্লাব অব জেকে কে এন আই ইউ মূলত লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ-এর একটি উইংস ক্লাব, যা ময়মনসিংহ জেলা, ৩১৫এ৩ জোনের অন্তর্ভুক্ত।

শুক্রবার (৩১ জানুয়ারি) এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্লাবটির আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান লায়ন মো. বেল্লাল হোসেন, ডিস্ট্রিক্ট গভর্নর, লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫এ৩, বাংলাদেশ। অনুষ্ঠানে ক্লাবটির উপদেষ্টা লায়ন রিয়াদ মাহবুব এমজেএফ উপস্থিত ছিলেন, যিনি লিও ক্লাব, ডিস্ট্রিক্ট ৩১৫এ৩, বাংলাদেশ-এর চেয়ারপার্সন, স্ট্যান্ডিং কমিটি এবং লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ-এর সভাপতি।

নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠাকালীন সভাপতি সৌমিক জাহান, সাধারণ সম্পাদক অনন্যা রহমান সৃষ্টি এবং ট্রেজারার মশিউর রহমান। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাইজুন্নাহার প্রত্যাশা ও প্রেমাশীষ বসু।

লিও ক্লাব অব জেকে কে এন আই ইউ ভবিষ্যতে সুবিধাবঞ্চিত শিশু, বৃদ্ধ ও বিভিন্ন সংকটে থাকা মানুষের সহায়তায় কাজ করবে। ক্লাবের সদস্যরা খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা ও পরিবেশ সংরক্ষণের মতো কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি, দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনাও রয়েছে তাদের।

জনপ্রিয়