শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ১৩:৩৬, ৯ জানুয়ারি ২০২৫

ম্যারিকোর ’ওভার দ্য ওয়াল’ সেমিফাইনালে নজরুল বিশ্ববিদ্যালয়

ম্যারিকোর ’ওভার দ্য ওয়াল’ সেমিফাইনালে নজরুল বিশ্ববিদ্যালয়
সংগৃহীত

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড আয়োজন করেছে তাদের ফ্ল্যাগশিপ ক্যাম্পাস প্রতিযোগিতা ‘ওভার দ্য ওয়াল’-এর তৃতীয় সিজন। তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও উদ্যোগী মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিযোগিতার থিম ছিল ‘বিয়ন্ড দ্য বাউন্ডারিজ’।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম ডমিনেটরস’ প্রথমবারের মতো এই প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। দলটির সদস্যরা হলেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান আহমেদ এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাত আরা সামিরা। ঢাকায় ম্যারিকোর প্রধান কার্যালয়ে তারা তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

দলটির সদস্যরা জানান, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মার্কেট রিসার্চ থেকে শুরু করে প্রোডাক্ট ইনোভেশন এবং সেই ইনোভেশনকে একটি বাজার উপযোগী পণ্য হিসেবে উপস্থাপনার প্রক্রিয়া সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁরা আশাবাদী, ভবিষ্যতে এই অভিজ্ঞতা তাঁদের আরও বড় সমস্যার সমাধানে সহায়তা করবে।

এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৫,০০০ এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি। বিজয়ী দলগুলো পাবে আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ, নগদ পুরস্কার এবং আরও নানা সুবিধা।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রোটারাক্ট ক্লাব এ বছর ‘ওভার দ্য ওয়াল’ প্রতিযোগিতার ক্লাব সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছে।

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আলাদিনের চেরাগ নেই, ঘষা দিলেন আর বাজার ঠিক হয়ে যাবে : বাণিজ্য উপদেষ্টানিজ বাসা থেকে শরীয়তপুরের জাজিরা থানার ওসি আল আমিনের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যাক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে : মির্জা ফখরুলরক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল দুপুর ১২টা থেকে ১৩ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারের মহেশখালীর এলএনজি থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এ সময়ে দেশের কোথাও কোথাও গ্যাসের স্বল্পচাপ থাকবে : পেট্রোবাংলাচট্টগ্রাম আদালত ভবন থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার, আটক ১আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির ২ হাজার ২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ দাখিলমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি ২৩ জানুয়ারিআলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের অবস্থান, বকশীবাজার-চকবাজার রোডে যান চলাচল বন্ধসাভারের ফুলবাড়িয়ায় বাসের ধাক্কায় আগুন লেগে অ্যাম্বুলেন্সের ৪ যাত্রীর মৃত্যু, আহত ৭আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব