বশেমুরবিপ্রবিতে ১৬ দিনের শীতকালীন ছুটি
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ১৬ দিনের শীতকালীন ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (৩রা জানুয়ারি ) থেকে শুরু হচ্ছে এ ছুটি।
বুধবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শীতকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ৩রা জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত মোট ১৬ দিন বন্ধ থাকবে, এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এবং এ ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা ৬ টার পরে আবাসিক এলাকা, খেলার মাঠ, ছাত্রী হল, কফি হাউজে অবস্থান করা নিষেধ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রবেশে আইডি কার্ড প্রদর্শন করতে হবে, বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষেধ এবং ছাত্রী হলগুলো সন্ধ্যা ৬ টায় বন্ধ হবে।