নজরুল বিশ্ববিদ্যালয় আর্থ ক্লাবের নেতৃত্ব পেল খালিদ-হুমায়রা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আর্থ ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির সভাপতি হয়েছেন মোঃ খালিদ আহমেদ সাইফউল্লাহ সা'দ, এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হুমায়রা ইসলাম।
বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক এই সংগঠনের নতুন কমিটি প্রকাশ করা হয়। ৮ সদস্যের এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলভি আমিন সরকার এবং জাফরিন হোসেন অর্পা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম দীপু, কোষাধ্যক্ষ হিসেবে রাজিত ফারহান, সাংগঠনিক সম্পাদক হিসেবে শতরুপা দে সিঁথি এবং ইভেন্ট সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ সাকিব আল হাসান।
নবনির্বাচিত সভাপতি মোঃ খালিদ আহমেদ সাইফউল্লাহ সা'দ বলেন, পরিবেশ সুরক্ষার গুরুত্ব নিয়ে সচেতনতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। আর্থ ক্লাবে যুক্ত হওয়ার শুরু থেকেই আমি পরিবেশ দূষণ ও এর প্রতিক্রিয়া নিয়ে কাজ করছি। নতুন বছরের এই দায়িত্ব আমাকে আরও অনুপ্রাণিত করবে। আমরা বিশ্বাস করি, ছোট ছোট পদক্ষেপই পরিবেশের জন্য বড় পরিবর্তন আনতে পারে।
সাধারণ সম্পাদক হুমায়রা ইসলাম বলেন, পরিবেশ নিয়ে ভাবনা থেকেই আমি আর্থ ক্লাবে যুক্ত হয়েছিলাম। বিগত সময়ে পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। এবার আমাদের লক্ষ্য হবে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পৃথিবীর পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার চেষ্টা করব।