ছুটিকালীন নিরাপত্তায় নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ কমিটি গঠন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ক্যালেন্ডারে নির্ধারিত শীতকালীন অবকাশ ও বড়দিনের ছুটি উপলক্ষে ক্যাম্পাস বন্ধ থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের অনুমোদনে একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সদস্য হিসেবে রয়েছেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এইচ. এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) প্রকৌশলী মো. হাফিজুর রহমান এবং প্রক্টরিয়াল টিমের রোস্টারে থাকা প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে জানানো হয়েছে, ছুটিকালীন সময়ে কমিটি ক্যাম্পাসের নিরাপত্তা ও সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবে। প্রয়োজনে কমিটির সদস্যরা রিকুইজিশনকৃত গাড়ি ব্যবহার করতে পারবেন এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।