সালমানের পরিবার পেল শিক্ষক সমিতির সহায়তা
সড়ক দুর্ঘটনায় নিহত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী সালমান আজাদীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তার পরিবারের কাছে ১ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা, সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম, এবং পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী। সালমানের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তার মা, স্ত্রী, এবং সন্তান।
উপাচার্য সালমানের মা ও স্ত্রী-সন্তানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে আরও সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, এমন মানবিক কাজ অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও সবাই এ ধরনের কাজে এগিয়ে আসবে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে চেষ্টা করব।
জানা যায়, সড়ক দুর্ঘটনায় সালমানের মৃত্যুর পর সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমীর উদ্যোগে এবং শিক্ষার্থীদের সহায়তায় গঠিত হয় 'সালমান আজাদী ট্রাস্ট ফান্ড'। এই ফান্ড থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মোট ৫ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়।
অন্যদিকে, শিক্ষক সমিতি শিক্ষকদের এক মাসের বেতন থেকে ন্যূনতম ৫০০ টাকা বা এর বেশি অর্থ দানের সিদ্ধান্ত নেয়, যা থেকে সংগৃহীত অর্থ সালমানের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।