বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রাহায়ণ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ২১:৫৬, ১১ ডিসেম্বর ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের নতুন বিভাগীয় প্রধান নিয়োগ

নজরুল বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের নতুন বিভাগীয় প্রধান নিয়োগ
সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম  বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। বিভাগটির নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. মো. আলী আজগর।

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ধারা ২৪ এর উপধারা ৩ অনুযায়ী ১২ ডিসেম্বর থেকে আগামী ৩ বছরের জন্য  ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সহযোগী অধ্যাপক ড. মো. আলী আজগর। তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী দায়িত্ব ভাতা এবং সুবিধা পাবেন।

উল্লেখ্য, ড. মো. আলী আজগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ২০১৪ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। পরবর্তীতে তিনি দক্ষিণ কোরিয়া থেকে পিএইচডি সম্পন্ন করেন। এছাড়াও তিনি অগ্নিবীণা হলের হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জনপ্রিয়