স্থায়ী বিভাগীয় প্রধান পেলো মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ
দীর্ঘ ৮ মাস পর স্থায়ী বিভাগীয় প্রধান পেলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ। বিভাগটির নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল আমিন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ধারা ২৪ এর উপধারা ৩ অনুযায়ী আগামী ৩ বছরের জন্য মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল আমিন। নিয়োগটি ১৪ নভেম্বর থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, শিক্ষক কর্তৃক ছাত্রী হেনস্তার ঘটনায় সাবেক বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি ও পরে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজে বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় ধরে বিভাগের প্রধান ছাড়াই চলতে থাকে বিভাগটি, তবে সম্প্রতি ছাত্র-জনতার প্রতিবাদ ও চাপের পর পরিস্থিতির পরিবর্তন হয় এবং নতুন বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হয়।