মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ১২:৫১, ১১ নভেম্বর ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস।

রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশ অ্যাকাউন্টিং এসোসিয়েশন এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পালিত হয় এই আন্তর্জাতিক দিবস। হিসাববিজ্ঞান বিষয়টির শিক্ষক, শিক্ষার্থীসহ এ পেশায় নিয়োজিত সকলের জন্য এই দিবসটির রয়েছে বিশেষ তাৎপর্য।

অনুষ্ঠানের উদ্বোধন করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. রাজু আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন সিদ্দিকী। এই অনুষ্ঠানে বক্তারা হিসাববিজ্ঞান বিষয়টির গুরুত্ব এবং আধুনিক সময়ে এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক গভীর জ্ঞান অর্জনের জন্য উদ্বুদ্ধ করেন। দিবসটি উপলক্ষে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে টি-শার্ট বিতরণ এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

হিসাববিজ্ঞান দিবস উদযাপনের সার্বিক দায়িত্বে ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সহকারী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। সেমিনার আয়োজনের দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. সোহেল রানা, বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা।

উল্লেখ্য, বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের উদ্যোগে দেশের ৮টি বিভাগের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে পালিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। প্রতিবছর এই দিনে  সেমিনার আয়োজন করা হয়।

জনপ্রিয়