নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বের রদবদল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৪ অক্টোবর ) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। এই আদেশ ৪ অক্টোবর থেকে কার্যকর হয়।
অফিস আদেশ অনুযায়ী বদলিকৃত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী রেজিস্ট্রার নাসরীন আক্তার খানম, কেন্দ্রীয় গ্রন্থাগারের ব্যক্তিগত অফিসার মো. মাহবুবুল আলম এবং ঢাকাস্থ লিয়াজোঁ অফিসের সহকারী বাবুর্চি মো. কাউসার কে রেজিস্ট্রার দপ্তরে বদলি করা হয়েছে। পাশাপাশি সঙ্গীত বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ জাহিদুল হোসেনকে রেজিস্ট্রার দপ্তরের এস্টেট শাখায় বদলি করা হয়েছে।
অন্যদিকে রেজিস্ট্রার দপ্তরের ব্যক্তিগত অফিসার মো. খালিদ হাসান এবং টি পি এস বিভাগের টেলিফোন লাইনম্যান আব্দুল হালিম অর্থনীতি বিভাগে বদলি হয়েছেন। রেজিস্ট্রার দপ্তরের কেয়ারটেকার মো. মোজাম্মেল হক, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সেকশন অফিসার ফয়সাল রাব্বী তানিম ইতিহাস বিভাগে এবং শারীরিক শিক্ষা বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. এনায়েত কবির ব্যবস্থাপনা বিভাগে বদলি হয়েছেন।
এছাড়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের উপ রেজিস্ট্রার রেবেকা সুলতানা লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগে, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. আবু বকর সিদ্দিক আইন ও বিচার বিভাগে, অর্থনীতি বিভাগের সেকশন অফিসার মো. গোলাম সারোয়ার কেন্দ্রীয় গ্রন্থাগারে এবং অর্থনীতি বিভাগের গার্ড মো. শাকিল আহমেদ টি পি এস বিভাগে বদলি হয়েছেন।
একইসাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হল সুপার রিয়াজুল হক (রাজু) সঙ্গীত বিভাগে, ঢাকাস্থ লিয়াজোঁ অফিসের কেয়ারটেকার (কুক) রাসেল হোসেন সামাজিক বিজ্ঞান অনুষদে, সেতু-বন্ধ গেস্ট হাউজের সহকারী বাবুর্চি আসাদুজ্জামান মিয়া দোলনচাঁপা হলে, ব্যবস্থাপনা বিভাগের ব্যক্তিগত অফিসার শাকিব মিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হলে এবং দোলনচাঁপা হলের গার্ড (মাস্টাররোল) ফরিদ মিয়া সেতু-বন্ধ গেস্ট হাউজে বদলি হয়েছেন