বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩১, ২৫ অক্টোবর ২০২৪

সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ: প্রক্টর

সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ: প্রক্টর
সংঘর্ষ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ছাত্রদল-ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংর্ঘষ হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি কেন্দ্রীয়ভাবে স্থগিত করা হয়েছে।

 

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ২টার দিকে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

এ ঘটনায় পরে, রাতেই সাধারণ শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসের দ্বিতীয় গেইটে সড়ক বরাবর অবস্থান নেন। পরে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান করার বিষয়ে প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ওরা সরাসরি আসে না, তবে আড়ালে রয়েছে।

 

প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রলীগের ছেলেদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ‘হালকা মারামারি’ হয়েছে। মূলত ব্যানার টাঙানো নিয়ে এ ঘটনা ঘটে। বর্তমানে ক্যাম্পাসে সেনাবাহিনী এসেছে; পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়