কাল থেকে বশেমুরবিপ্রবি ছুটি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ (বশেমুরবিপ্রবি) দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দশ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে জানানো হয়, শ্রী শ্রী দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম (১১ রবিউস সানি) উপলক্ষে আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে এবং ১৮ ও ১৯ অক্টোবর শুক্রবার ও শনিবার সাধারণ ছুটি থাকায় আগামী ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ যথারীতি চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকলেও খোলা থাকবে আবাসিক হল গুলো। তবে ছুটিকালীন এই সময়ে সন্ধ্যা ৭ টায় সকল হল গেট বন্ধ রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঙিনায় সন্ধ্যা ৭ টার পর অবস্থান করতে এবং বহিরাগত প্রবেশে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে সকল জরুরী সেবাসমূহ যথারীতি চালু থাকবে।