শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশিত: ১৮:৩৮, ৮ অক্টোবর ২০২৪

৭ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

৭ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়
সংগৃহীত

আসন্ন শ্রীশ্রী দূর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ৭ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডার থেকে এই তথ্য জানা যায়।

ক্যালেন্ডারে ছুটির তালিকা থেকে জানা যায় আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে মঙ্গলবার (১৫ অক্টোবর) পর্যন্ত এ উপলক্ষ্যে অফিস সমূহ ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। 

একইসাথে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে আগামী শনিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার পাঠকক্ষ বন্ধ থাকবে এবং বুধবার (১৬ অক্টোবর)  থেকে সকাল ৯ :০০ টা হতে রাত ৮:০০ পর্যন্ত গ্রন্থাগারের পাঠকক্ষ খোলা থাকবে।  কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এছাড়াও পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর (বুধবার) থেকে ১৫ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত  দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ক্লাস-পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার বাস চলাচলও বন্ধ থাকবে।

জনপ্রিয়