নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কর্পোরেট কনকুয়েস্ট’ সেশন অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে ‘কর্পোরেট কনকুয়েস্ট’ শীর্ষক একটি দিকনির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। এই সেশনটি প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং প্রস্তুতির উদ্দেশ্যে পরিচালিত হয়।
শনিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে দিনব্যাপী এই সেমিনারে ক্যারিয়ার গ্রোথ, স্কিল ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রির সিনিয়র জেনারেল ম্যানেজার হুমায়ুন ফরিদ, গ্রুপ এইচআর হেড শান্তনু রায় এবং গোদরেজ হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি এইচআর লিড মো. ওয়াহিদুল ইসলাম।
ক্লাবের সভাপতি আব্দুল আওয়াল বলেন, “কর্পোরেট ক্ষেত্র এবং শিক্ষার্থীদের মধ্যে একটি সমন্বয় স্থাপনের উদ্দেশ্যে এই ইভেন্টের আয়োজন করা হয়েছে। মূলত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের জিজ্ঞাসা বা জানার ইচ্ছা থাকে কর্পোরেট চাকরী নিয়ে, এই সকল বিষয় নিয়ে ধারণা দিতেই এই আয়োজন। এ ধরনের প্রোগ্রাম আমরা ইতোপূর্বেও অনলাইনে আয়োজন করেছি। এবারে অফলাইনে বৃহৎ পরিসরে এই আয়োজন করা হলো। আশা করি ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে।’
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে 'স্কিল ডেভেলপমেন্ট ক্লাব' জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা অর্জনে কাজ করছে, যার মধ্যে স্পোকেন ইংলিশ, সিভি রাইটিং, যোগাযোগ দক্ষতা এবং সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ড অন্তর্ভুক্ত।