হিন্দু ছাত্রীকে হিজাব ও কোরআন পড়ার নির্দেশ, বরখাস্ত দুই শিক্ষক
রংপুর মহানগরীর কামাল কাছনা দাসপাড়ায় মোসলেম উদ্দিন গার্লস স্কুলে হিন্দু শিক্ষার্থীদের হিজাব ও কুরআন পড়তে চাপ সৃষ্টি করায় হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা অভিভাবক সহ আন্দোলন শুরু করেছে।
ওই স্কুলের ছাত্রীদের দাবি সকল সনাতনী ছাত্রীদেরকে জোরপূর্বক কুরআনের আয়াত এক সপ্তাহের মধ্যে মুখস্থ করবার জন্য এবং হিজাব পরিধানের জন্য চাপ প্রয়োগ করে এবং সেই সঙ্গে সেই স্কুলে ক’দিন যাবত গীতা পাঠ বন্ধ করে দেওয়া হয় ।
তার এই প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য সকল সনাতনী ছাত্রীদের বিক্ষোভ সমাবেশ চলছে। অন্যদিকে
আন্দোলনকারীদের প্রতিহত করতে মুসলিম শিক্ষার্থীরাও পাল্টা স্লোগান দিচ্ছে। যেকোনো মুহূর্তে হিন্দু মুসলিম সংঘর্ষ হওয়ার সম্ভাবনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) , পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতেই এই পরিস্থিতি সৃষ্টি।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করেন ।
প্রধান শিক্ষক ও অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত এবং দশদিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।