বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২২:২০, ১২ সেপ্টেম্বর ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার  হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার  হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা
সংগৃহীত

পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথমবারের মতো হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে মসজিদ পরিচালনা কমিটি।

বুধবার (১১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির এক বিবৃতিতে প্রতিযোগিতার বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অধ্যাপক আলহাজ্ব ড. মো. সাহাবউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, ১৫ সেপ্টেম্বর যোহর নামাজের পরে কেন্দ্রীয় মসজিদের নিচতলায় ছাত্রদের এবং দুইতলায় ছাত্রীদের জন্য হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এছাড়া, সরকারি নির্দেশনা ও কেন্দ্রীয় মসজিদ পরিচালনার নীতিমালা ২০২২-৫(ঢ) অনুসারে, ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (সা.) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করা হবে। ওই দিন মাগরিবের পরে মিলাদ-মাহফিল, দোয়া ও তবারক বিতরণও অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়