শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৮, ১০ সেপ্টেম্বর ২০২৪

বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদ ও প্রশাসনিক ভবনে তালা

বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদ ও প্রশাসনিক ভবনে তালা
সংগৃহীত

কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চার বছরের স্নাতক এবং ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতার কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিজ্ঞান অনুষদ এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞান অনুষদ ভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে বিভাগটির শিক্ষার্থীরা। এসময় তারা একদিনের মধ্যে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতকের ফলাফল প্রকাশ, একাডেমিক ক্যালেন্ডার প্রবর্তন ও বাস্তবায়ন, সেশনজট নিরসন এবং শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনাসহ ১৫ দফা দাবি উত্থাপন করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীদের সাথে ১ ঘণ্টা বৈঠক শেষে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন।

এ ব্যাপারে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত হাসান জানান,  আমরা ৫ বছর ৭ মাস পরে এসেও ৪ বছর মেয়াদি স্নাতকের ৮ম সেমিষ্টারের ক্লাস করছি। গত ২৩ এপ্রিলে আমাদের ৭ম সেমিস্টারের পরীক্ষা শেষ করার ৬ মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশিত হয়নি। ৮ম সেমিস্টারের ক্লাস-পরীক্ষাও ঠিকমতো চলছে না৷ অথচ আমাদের শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা স্নাতক শেষ করেছে অনেক আগেই।

এই বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৬ বছর আট মাসেও স্নাতক সম্পন্ন করতে পারেনি। বিভাগটির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বছরের ২৮ মার্চ  স্নাতকের সর্বশেষ পরীক্ষা দেওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও নানা জটিলতায় প্রকাশ হয়নি ফলাফল। অন্যদিকে বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৪ বছর ৭ মাস পর এসে আট সেমিষ্টারের মধ্যে সবেমাত্র পঞ্চম সেমিষ্টার শেষ করতে পেরেছে।

এসব ব্যাপারে জানতে বিভাগীয় প্রধান মোঃ রকিবুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আজ শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা হয়েছে। আগামীকাল বিভাগে একাডেমিক মিটিংয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়াও এ ব্যাপারে অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, আজকের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে এবং আগামী রবিবারের মাঝেই মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া যাবে।

জনপ্রিয়