বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২২:২১, ৬ আগস্ট ২০২৪

প্রভোস্টের পদত্যাগসহ ৭ দফা দাবি নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

প্রভোস্টের পদত্যাগসহ ৭ দফা দাবি নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-রাজনীতি নিষিদ্ধ  এবং রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও হল প্রভোস্টের পদত্যাগপত্র সহ ৭ দফা দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ আগস্ট) নজরুল ভাস্কর্যের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই দাবি জানান তারা। 

৭ দফা দাবিতে শিক্ষার্থীরা জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে সকল ধরনের দলীয় শিক্ষক ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং অবিলম্বে আইন প্রণয়ন করে ছাত্র সংসদ চালু করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। হলে অবৈধভাবে সিট দখলকৃত সকলকেই উপস্থিত থেকে নিজেদের জিনিসপত্র নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে এবং নিজ নিজ রুমের চাবি হল প্রশাসনের কাছে জমা দিতে হবে।

এছাড়াও আগামী ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরকে প্রকাশ্যে ও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে অন্যথায় পদত্যাগ করতে হবে এবং প্রক্টর,  রেজিস্ট্রার ও ছাত্র উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।একইসাথে ২৪ ঘন্টার মধ্যে সিন্ডিকেট মিটিং ডেকে নিঃশর্তভাবে সকল দাবি মেনে নিতে হবে অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

জনপ্রিয়