শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১:২৭, ৬ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী খাদ‍্য উৎসব ‘বাংলার ভোজ’

রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী খাদ‍্য উৎসব ‘বাংলার ভোজ’
সংগৃহীত

ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কীলস কাউন্সিল' এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদ‍্য উৎসব ‘বাংলার ভোজ’।

আগামী ৬-৮ ফেব্রুয়ারি, ঢাকার বনানী মাঠে, দক্ষ কালিনারী প্রফেশনাল ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বাংলাদেশের অথেনটিক খাদ্য উৎসবের এই মিলনমেলায় আপনি আমন্ত্রিত।

আয়োজক এর মধ্যে,পযটন শিল্পের বিশেষজ্ঞ মহিউদ্দিন হেলাল (খোকন) জানান এটি একটি ঐতিহ্যবাহী অথেনটিক খাবারের মেলা হবে, নানা ষ্টল,নানা পদের মুখরোচক ও লোভনীয় সব খাবারের পড়সা নিয়ে বসবে সবাই। একই ছাদের নীচে এতসব খাবার পাওয়া সত্যি কষ্ট কর,তাই আর দেরি না করে চলে আসুন উপভোগ করুন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়