আবারও বাড়লো আয়কর রিটার্ন দাখিলের সময়
ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ অর্থ বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ মঙ্গলবার এনবিআর এক আদেশে এ কথা জানায়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত এই হিসাব জমা দেওয়া যাবে, এতদিন যা ছিল ৩০ নভেম্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারিত ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ জানুয়ারি ২০২৫ করা হয়েছে।