রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৭:০৩, ১৪ ডিসেম্বর ২০২৪

এবার ভারত থেকে এলো ১৮০ টন পেঁয়াজ

এবার ভারত থেকে এলো ১৮০ টন পেঁয়াজ
সংগৃহীত

এবার স্থলবন্দর বাংলাবান্ধায় ধাপে ধাপে ১৮০ টন ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ল্যান্ডপোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ।

তিনি বলেন, আমাদের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরটি ভৌগোলিক অবস্থানগত দিক থেকে দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় গুরুত্বপূর্ণ। বন্দরটি দিয়ে পাথর আমদানির পাশাপাশি এখন পেঁয়াজ ও আতপ চাল আমদানি করা হচ্ছে।

তিনি আরও বলেন, গত ১০ ডিসেম্বর ভারত থেকে বন্দরটিতে ৩০ টন পেঁয়াজ আমদানি করেছে মেসার্স বিসমিল্লাহ বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এর আগে এ প্রতিষ্ঠানটি ৭ ডিসেম্বর ৩০ টন, ৩ ডিসেম্বর ৩০ টন, ২৭ নভেম্বর ৩০ টন, ২০ নভেম্বর ৩০ টন ও ১৮ নভেম্বর ৩০ টন পেঁয়াজ আমদানি করেছে প্রতিষ্ঠানটি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়