এবার ভারত থেকে এলো ৪৬৮ টন আলু
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে বাজার নিয়ন্ত্রণে রাখতে এবার ভারত থেকে ট্রেনে আমদানি করা হয়েছে ৪৬৮ মেট্রিক টন আলু বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) যশোরের বেনাপোল স্থলবন্দর রেলস্টেশনে মালবাহী ট্রেনে এই আলু পৌঁছেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) পণ্য চালানটি খালাস করা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি গণমাধ্যমকে বলেন, ভারত থেকে ট্রেনে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। চালানটি বেনাপোল কাস্টম হাউজ থেকে কাগজপত্র ছাড় করানোর পর আনলোড করা হয়েছে। আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।
বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান গণমাধ্যমকে বলেন, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেছে। ভারতের মালদার আতিফ এক্সপোর্ট নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান চালানটি রপ্তানি করেছে। একটি ট্রেনে ৯ হাজার ৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে, যার ওজন ৪ লাখ ৬৮ হাজার কেজি। চালানটির আমদানি মূল্য ১০ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার।