মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২১, ৪ মার্চ ২০২৪

রমজানে ৬০০ টাকা দরে গরুর মাংস বিক্রি

রমজানে ৬০০ টাকা দরে গরুর মাংস বিক্রি
রমজানে ৬০০ টাকা দরে গরুর মাংস বিক্রি

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, রমজান মাস উপলক্ষে  ঢাকার ৩০টি স্থানে ন্যায্যমূল্যে ৬০০ টাকা করে গরুর মাংস বিক্রি হবে। আগামী ১০ তারিখ থেকে এটি কার্যক্রম হবে। 

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একইসাথে ৯০০ টাকা করে খাশির মাংস, ব্রয়লার মুরগীর দাম ২৮০ টাকা এবং ১০ টাকা ৫০ পয়সা করে প্রতি পিস ডিম বিক্রি করা হবে এই কার্যক্রম চলবে ঈদের আগের দিন পর্যন্ত।  

এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ উপস্থিত ছিলেন।
 

আ/ম