শনিবার ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১২:৩১, ১০ অক্টোবর ২০২৪

সেপ্টেম্বরে রফতানি আয় বেড়েছে ৬.৭৮ শতাংশ

সেপ্টেম্বরে রফতানি আয় বেড়েছে ৬.৭৮ শতাংশ
সংগৃহীত

দেশে এবার সেপ্টেম্বর মাসে রপ্তানির আয় ৬ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে ৩ দশমিক ৫২ বিলিয়ন ডলারে, যা ২০২৩ সালের সেপ্টেম্বরে ছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ের মধ্যে রফতানি আয় ৫ দশমিক ০৪ শতাংশ বেড়ে ১১ দশমিক ৩৭ বিলিয়ন হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১০ দশমিক ৮২ বিলিয়ন।

বুধবার (৯ অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য গণমাধ্যমকে প্রকাশ করেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে তৈরি পোশাক খাত থেকে রফতানি আয় ৫ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৯ দশমিক ২৮ বিলিয়ন হয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ৮ দশমিক ৮১ বিলিয়ন ডলার।

সেপ্টেম্বর মাসে পোশাক খাত ২ দশমিক ৭৮ বিলিয়ন আয় করেছে, যা ৬ শতাংশ বেশি। ওভেন পণ্য থেকে রফতানি আয় ৮ দশমিক ২ শতাংশ বেড়ে ১ দশমিক ১৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে নিট পণ্যের রফতানি আয় ৪ দশমিক ৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৬০ বিলিয়ন ডলারে।

সেপ্টেম্বর মাসে কৃষিপণ্য রফতানি থেকে আয় হয়েছে ৯৭ মিলিয়ন ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৮২ শতাংশ। প্লাস্টিক পণ্য ২৭ মিলিয়ন ডলার আয় করেছে, যা একবছর আগের একই সময়ে ২১ মিলিয়ন ডলারের তুলনায় ৩২ দশমিক ৫০ শতাংশ বেশি।

চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রফতানি আয় ১৮ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৮২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পাট ও পাটজাত পণ্যের আয় ১৭ দশমিক৭৮ শতাংশ কমে ৬৭ মিলিয়ন ডলার হয়েছে। বিশেষায়িত টেক্সটাইল সেক্টর ৩৪ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে। এ খাত থেকে রফতানি আয় বেড়েছে ৩৫ দশমিক ৬৪ শতাংশ। হোম টেক্সটাইল খাতের রফতানি আয় কমেছে ২ দশমিক ০৫ শতাংশ এবং আয় করেছে ৬২ মিলিয়ন ডলার।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়